সীতাকুণ্ডে কমিউটার ট্রেন ও বিরতিহীন বাস চালু করব

Passenger Voice    |    ১২:৪২ পিএম, ২০২৪-০১-০২


সীতাকুণ্ডে কমিউটার ট্রেন ও বিরতিহীন বাস চালু করব

মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রাম শহরে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন। পাশাপাশি জীবন জীবিকার তাগিদে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মিলে প্রতিদিন হাজার হাজার মানুষ চট্টগ্রাম শহরে আসা যাওয়া করে।আমি ভোটে নির্বাচিত হলে সীতাকুণ্ড হতে চট্টগ্রাম শহরে কমিউটার ট্রেন ও বিরতিহীন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হবে। সুতরাং জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন।

শনিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণেল হাটের কর্ণেল স্কয়ারে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট চেয়্যারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম'র সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী এস এম আল মামুন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপাচার্য ফেনী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মোঃ শফিউল আলম, প্রফেসর একেএম তফজল হক অধ্যাপক,ব্যবস্থাপনা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,  বীর মুক্তিযোদ্ধা মো.সেলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা মানিক দেবনাথ, আবু মুজাফ্ফর, আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও বাণিজ্য উপ-কমিটির সদস্য লায়ন আশরাফুল আলম আরজু , মনোয়ারুল হক এফসিএমএ, হাজী মো. ইউসুফ শাহ, হাজী মহিউদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতারা, ইরফান কাদের, আকবর হোসেন, আলাউদ্দিন, বিবি গুল জান্নাত, রিপন চৌধুরী, মিজানুর রহমান সজিব, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু।

 

 

 

প্যা/ভ/ম